উড়িষ্যায় ‘দানা’-র ল্যান্ডফলের পর হুগলিতে শুরু ভারী বৃষ্টিপাত
After the landfall of 'Dana' in Orissa, heavy rains started in Hooghly

Truth Of Bengal : হুগলি : তরুণ মুখোপাধ্যায় : উড়িষ্যার ধামরায় ‘দানা’-র ল্যান্ডফলের পর থেকে তার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি এইসব জায়গায় সকাল থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। হুগলি জেলার বিভিন্ন অংশে চলছে বৃষ্টি কখনো হালকা আবার কখনো প্রবল বৃষ্টির প্রভাব। সঙ্গে চলছে দমকা হাওয়া। সকাল থেকেই ঘন মেঘে আচ্ছন্ন হয়েছে আকাশ। চারিদিক অন্ধকারে ঢাকা পড়েছে তার সঙ্গে চলছে বৃষ্টিপাত।
রাস্তাঘাট দিয়ে যান চলাচল প্রায় নেই বললেই চলে। খুবই অল্প যানবাহন চলাচল করছে এই শহরের বিভিন্ন রাজপথ দিয়ে। এছাড়াও হুগলি জেলায় গঙ্গাসহ যে নদীগুলিতে ফেরি সার্ভিস গুলি বন্ধ রাখা হয়েছে। দুদিন আগে থেকেই জেলা সদর শাসকের দপ্তরে যে কন্ট্রোলরুম খোলা হয়েছে তা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে বিভিন্ন ব্লকের পঞ্চায়েত এবং বিভিন্ন পুরসভার কন্ট্রোল রুমগুলির সঙ্গে। জেলা ত্রাণ দপ্তর সূত্রে জানা গেছে এই দুর্যোগ মোকাবিলায় খাদ্য সামগ্রী ত্রিপল ওষুধপত্র সহ সমস্ত রকম বন্দোবস্ত রয়েছে। অন্যদিকে জেলার গ্রামাঞ্চলে কৃষিক্ষেত্রে এই বৃষ্টির ফলে কৃষিতে কিছুটা ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বলেই কৃষকরা জানিয়েছেন। যতক্ষণ না এই দুর্যোগ কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না ক্ষয়ক্ষতির ঠিক পরিমাণ কতটা।