লোকসভার প্রার্থী ঘোষণার পরই রাজ্যের জেলায় জেলায় দেওয়াল জুড়ে ফুটে উঠছে ঘাসফুল
After the declaration of candidates for the Lok Sabha, grass is blooming across the walls in the districts of the state

The Truth Of Bengal: প্রথম দফায় ২০জনের প্রার্থী তালিকা ঘোষণা হলেও বিজেপি সেভাবে প্রচারে নামতে পারেনি।এমনকি অনেক জায়গায় প্রার্থী ঘোষণা না হলেও দেওয়ালজুড়ে নাম লেখার গেরুয়া হিড়িক চোখে পড়ছে। সেরকমই একটি লোকসভা কেন্দ্র হল তমলুক। যেখানে জল্পনা চলছে বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিত্ গঙ্গোপাধ্যায়। দলীয় তরফে প্রার্থীর নাম ঘোষণাই করা হয়নি।তবু তমলুকের নানা জায়গায় দেওয়াল দখলের কাজটি করে রেখেছেন বিজেপির কর্মীরা। বিচারপতি পদ ছেড়ে যিনি ভোটের লড়াইতে নামতে চান,তাঁকে টক্কর দিতে কাকে তৃণমূল প্রার্থী করে এই নিয়ে জোরদার চর্চা হয়। তারমাঝে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়।প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। বিজেপির প্রচার দেখে তৃণমূল ভাবছে প্রতিপক্ষের প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায়। তরুণ তুর্কি দেবাংশুকে রাজনীতির দরিয়ায় সাফল্যের কাণ্ডারী করতে চলছে প্রচার।তৃণমূলের চ্যালেঞ্জ, বিজেপির যেই দাঁড়ান,তিনি দেবাশুং-র কাছে লক্ষাধিক ভোটে হারবেন।
অভিজিত গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করে বিজেপি কোনও সুবিধা করতে পারবে না।রাজনীতির ময়দানে তিনি একেবারেই আনকোরা,বরং ছাত্ররাজনীতি থেকে উঠে আসা দেবাংশু অনেক সুবিধাজনক জায়গায় রয়েছেন বলেও দাবি তৃণমূল নেতৃত্বের।
GHATAL
তমলুকের মতোই ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রচারের সুর চড়ছে।নেত্রী সুর বেঁধে দেওয়ার পর দেবের নামে দেওয়াল লিখনে নতুন উদ্যমে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।রং তুলির বাহারে ঘাসফুলের পরিবারের প্রচার ঘাটালকে অন্যরূপ দিচ্ছে। মমতার ঘাটাল মাস্টারপ্ল্যানের বড় ঘোষণা কার্যতঃ তৃণমূলের মাস্টারস্ট্রোক বলে ঘাসফুলের প্রার্থীদের অভিমত।তাই দেবের হয়ে প্রচার জমে উঠছে। প্রতিপক্ষ বিজেপি শিবিরের প্রার্থী হিরণের প্রচার সেভাবে শুরু না হলেও তৃণমূল কংগ্রেস প্রার্থীর দেওয়ালজুড়ে ভোটপ্রার্থনা আলাদা নজর কাড়ছে।পাঁশকুড়ার দলীয় কর্মীরা প্রথম থেকেই এগিয়ে থাকতে তত্পর।
(HOWRAH)
ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে হাওড়া সদরের প্রার্থী প্রসূন ব্যানার্জির নাম ঘোষণা করা হয়েছে।ফুটবল নিয়ে তাঁর পায়ের জাদু,মাত করে।গতবারও এই ক্রীড়ামহল থেকে আসা প্রার্থী জয়ী হন।এবার সেই প্রসূনের মাটি কামড়ে লড়াই ২লক্ষের বাউন্ডারি পার করে দেবে বলে দাবি তৃণমূল কংগ্রেসের ।
পাড়ায় পাড়ায় গিয়ে বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করার কথা দেওয়া থেকে শুরু করে,আগামীতে আরও কী কাজ করবেন তাও প্রচারে তুলে ধরছেন প্রসূন ব্যানার্জি।
SHREERAMPORE
শ্রীরামপুরে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়।আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের প্রবীণ মুখ এবার ভোটের ময়দানে।এরমধ্যে তিনি হ্যাটট্রিক করেছেন।পরপর ৩বার ভোটে জিতেছেন।আবারও হুগলির এই বর্ধিষ্ণু লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল লক্ষ্যভেদ করবে।রেকর্ড ভেঙে তিনি রেকর্ড ভোটে জিতবেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের।
বিজেপির কলহ আর সংগঠনহীন রাজনীতির তৃণমূলের বলিষ্ঠ সংগঠনের কাছে ধোপে টিকবে না। কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তও বাংলাকে বঞ্চনার জবাব এবার ইভিএমে স্পষ্ট হবে বলেও অনেকের অভিমত।
FREE ACCESS