রাজ্যের খবর

সুবর্ণ গোস্বামীর পর উৎপল দাঁ, আরও এক চিকিৎসকের বদলি

After Subarna Goswami, Utpal Da, another doctor transferred

Truth Of Bengal: চিকিৎসক সুবর্ণ গোস্বামীর পর এবার বদলি করা হল আরও এক চিকিৎসককে। এবার চিকিৎসক উৎপল দাঁ-কে বদলি করা হল। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (ডব্লুবিডিএফ) রাজনীতির অভিযোগ তুলে জানায়, আর জি কর তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে রাজ্য সরকারের বিরোধী আন্দোলনে অংশ নেওয়াযর দেরে শাস্তি পেতে হল চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও উৎপল দাঁকে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও লিখেছে সংগঠন। এই বিষয়ে ডব্লুবিডিএফ-এর সঙ্গে সহমত প্রকাশ করেছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী।

এদিকে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের এই অভিযোগ অস্বীকার করে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন দাবি করেছে, রুটিন বদলের মাঝে শাস্তি খোঁজার কোন অর্থ নেই। প্রসঙ্গত, আগেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল এটি রুটিন বদল।

চিকিৎসক সুবর্ণ গোস্বামী পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ পদে কর্মরত ছিলেন। বুধবার বিজ্ঞপ্তি জারি করে তাঁকে দার্জিলিং হাসপাতালের সুপার পদে দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসক উৎপল দাঁ-কে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।

Related Articles