রাজ্যের খবর
Trending

সাদ্দামের পর ফের নকল সোনা প্রতারণার ঘটনা, গ্রেফতার দুই

After Saddam, another case of fake gold fraud, two arrested

The Truth Of Bengal,বাসন্তী: কুলতলির সাদ্দামের পর ফের সোনা প্রতারণার ঘটনায় গ্রেফতার। এবার বাসন্তীর ভাঙনখালি থেকে গ্রেফতার আর দুই। ধৃতদের নাম ইমরান আলী মোল্লা ও শাজাহান মোল্লা।

ভাঙরের বাগানআইট এলাকার বাসিন্দা এই দুই অভিযুক্ত। বৃহস্পতিবার বাসন্তীর বিভিন্ন সোনার দোকানে নকল সোনার আংটি বিক্রির চেষ্টা করছিল তারা। নকল ২২ ক্যারেট হলমার্ক সাতটি সোনার আংটি বিক্রির চেষ্টা করছিল অভিযুক্তরা। কেউ কিনতে রাজি না হলে সেগুলি বন্দক রেখে টাকা নেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ।

বাসন্তী থানার পুলিশ খবর পেয়ে এদেরকে ধাওয়া করে। মোটর বাইকে চেপে পালানোর সময় বাসন্তীর সুকান্ত কলেজের সামনে থেকে এদেরকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে তোলা হবে। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো তদন্ত করতে চাইছে পুলিশ। এই ঘটনার সাথে কুলতলির সাদ্দাম বা তার দলের কোন যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ

Related Articles