রাজ্যের খবর

গার্ডেনরিচের পর এবার বৈদ্যবাটিতে ভাঙলো বাড়ি, চাঞ্চল্য এলাকায়

After Gardenrich, this time the house was broken in Baidyabati, Chanchalya area

The Truth Of Bengal , হুগলি, রাকেশ চক্রবর্তী : গার্ডেনরিচের পর এবার বাড়ি ভেঙ্গে পড়লো বৈদ্যবাটিতে। ঘটনাটি ঘটে বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের ওপর একটি পুরোনো বাড়িতে ।  ভাঙার কাজ চলছিল কয়েকদিন ধরে। আর তার মধ্যেই ভেঙ্গে পড়লো বাড়ি ।স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে বাড়ি ভাঙার কাজ চলছিল। তখনি হঠাৎই  জিটি রোডের ওপর হুরমুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ।

এই ঘটনায় কর্মরত ২ জন শ্রমিক আহত হন।তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতাল । এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়া এলাকায়।স্থানীয়রা জানান, আর একটুর জন্য বড়সর দুর্ঘটনা ঘটতে পারত।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ। দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকাবাসীরা জানান ,  কোনরকম নিরাপত্তার না নিয়ে বাড়ি ভাঙার কাজ চলছিল । তবে বাড়িটিকে কেন  ভাঙ্গা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এই দুর্ঘটনায় বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন,বাড়ি ভাঙার অনুমতি ছিল কিনা সেটা দেখতে হবে।অনুমতি দেওয়া থাকলেও সমস্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা করে তবেই ভাঙ্গার কথা।যদি তা না হয়ে থাকে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Free Access