রাজ্যের খবর

আহিরীটোলার পর এবার ঘোলা! ট্রলি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, ধৃত দুই

After Ahiritola, it's Ghola! Youth's body recovered from trolley

Truth of Bengal: আহিরীটোলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঘোলায় মিলল ট্রলিতে পড়ে থাকা এক যুবকের মৃতদেহ। মঙ্গলবার রাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতদেহের মুখ ও হাত সেলোটেপ দিয়ে শক্ত করে বাঁধা ছিল, যা দেখে পুলিশের অনুমান— এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ঘটনাস্থলে রাতেই পৌঁছান বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ঘোলা) তনয় চট্টোপাধ্যায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। একই সঙ্গে, তদন্তের স্বার্থে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং এক ক্যাব চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধৃত দুই অভিযুক্ত করণ সিং ও কৃষ্ণপাল সিং রাজস্থানের বাসিন্দা। তাঁরা গিরিশ পার্ক এলাকায় ভাড়া থাকতেন। মৃত ভাগা রাম ছিলেন একজন ব্যবসায়ী। তিনি করণ ও কৃষ্ণপালের কাছ থেকে চুড়িদারের পিস কিনতেন। কিন্তু দীর্ঘদিন ধরে আট লাখ টাকা বকেয়া থাকায় দুই অভিযুক্ত পরিকল্পনা করে তাঁকে খুন করে।

মঙ্গলবার, গিরিশ পার্কের ভাড়া বাড়িতে ভাগা রামকে ডেকে পাঠায় করণ ও কৃষ্ণপাল। তাঁকে দেওয়া হয় বিষ মেশানো কফি। কফি খেয়ে অচৈতন্য হয়ে পড়লে প্রথমে শ্বাসরোধ করা হয় ভাগা রামকে, পরে নিশ্চিত করতে তাঁর গলার নলি কেটে ফেলে দুই অভিযুক্ত।

দেহ উদ্ধারের পর এক অভিযুক্ত পালিয়ে গেলেও, করণ সিংকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণপাল সিংকেও গ্রেপ্তার করা হয়। এই নৃশংস খুনের তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Related Articles