সপ্তাহখানেকের আতঙ্কের পর অবশেষে খাঁচাবন্দি চিতা, বনদফতরের সফল অভিযান
After a week of panic, the cheetah is finally in a cage, a successful operation by the forest department

Truth Of Bengal: জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের জুরন্তি চা বাগানের ১৯ নম্বর সেকশনে আবারও চিতাবাঘ ধরা পড়ল বনদফতরের পাতানো খাঁচায়। মঙ্গলবার সকালে বনদফতরের খুনিয়া স্কোয়াডের পাতা খাঁচায় বন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।
সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের কাছাকাছি এলাকা থেকে চিতাবাঘের গর্জন শুনতে পান। পরে খাঁচার কাছে গিয়ে দেখা যায়, একটি বিশাল চিতাবাঘ খাঁচার ভেতরে ছটফট করছে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান শতাধিক গ্রামবাসী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরের খুনিয়া স্কোয়াডে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা এবং খাঁচাবন্দি চিতাবাঘটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে যান।
সপ্তাহখানেকের আতঙ্কের পর অবশেষে খাঁচাবন্দি চিতা, বনদফতরের সফল অভিযান pic.twitter.com/JvC2KVjD8v
— TOB DIGITAL (@DigitalTob) May 27, 2025
চিতাবাঘটিকে প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বনদফতর সূত্রে খবর, স্বাস্থ্য পরীক্ষায় যদি চিতাবাঘটিকে সুস্থ বলে মনে করা হয়, তাহলে তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকা ও সংলগ্ন অঞ্চলে চিতাবাঘের হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সন্ধ্যার পর থেকেই চিতাবাঘ ঘুরে বেড়াত গ্রামে, বাড়ি থেকে তুলে নিয়ে যেত ছাগল, শুকরসহ গৃহপালিত পশু। বনদফতরের অভিযোগ পাওয়ার পর এক সপ্তাহ আগে থেকেই ওই এলাকায় খাঁচা বসানো হয়েছিল।
অবশেষে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার সাধারণ মানুষ। তবে তাঁরা চেয়েছেন, বনদপ্তর যেন আরও সক্রিয়ভাবে নজরদারি চালায় এবং এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বনদপ্তরও আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে চা বাগান সংলগ্ন এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।