দুঃসাহসিক ছিনতাই জগৎবল্লভপুরে , খোয়া গেল বৃদ্ধার গলার সোনার হার
Adventurous Robbery In Jagatballabpur, Old Lady's Gold Necklace Lost

The Truth Of Bengal,দেবাশীষ গুছাইত, হাওড়া : বোনের বাড়ি যাওয়ার পথে এক বৃদ্ধার গলার সোনার হার ছিনতাই। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর এর অন্তর্গত মাজু এলাকায় । এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
সূত্রের খবর, সকাল ছটা নাগাদ চংগুরালি শেখপাড়ার বাসিন্দা বছর ৬৫ এক বৃদ্ধা জোহরা বেগম একাই জগৎবল্লভপুরের বাড়ি থেকে বেরিয়ে বাগনানের তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ওই বৃদ্ধা জানান রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সময় হঠাৎই দুই ব্যক্তি বাইকে চেপে তার পিছু নেয়। তার সাথে যেচে আলাপ করতে চায়। তিনি জানান , ওই দুই দুষ্কৃতি তার সাথে নিজের থেকে যেচে কথা বলতে আসে । তিনি আরও জানান, ওই দুষ্কৃতীরা তাকে বাইকে করে রেল স্টেশনে পৌঁছে দেওয়ার কথাও বলে। এরপর আচমকাই তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে ছড়ায়। ওই মহিলা তড়িঘড়ি জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানান। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।