রাজ্যের খবর

উত্তর দিনাজপুরে দুঃসাহসিক ডাকাতি, লোপাট নগদ টাকাসহ ১০ ভরি সোনা

Adventure robbery in North Dinajpur, 10 loads of gold along with lost cash

The Truth Of Bengal, সুব্রত বিশ্বাস, করনদীঘি-উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরে ডাকাতির ঘটনায় রসখোয়া শিলিগুড়ি মোড় ধাটিপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার করনদীঘি ব্লকের রসখোয়া ১ নং গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ধাটিপাড়া গ্রামের বাসিন্দা তাসদ্দুক হুসেনের বাড়িতে ঘটনাটি ঘটেছে। গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল তাসদ্দুক হুসেনের বাড়িতে হামলা করে পরিবারের লোকদের বেঁধে মারধরও করে বলে অভিযোগ। ডাকাত দলের মারধরের জেরে গুরুতর জখম হন ওয়ালিউর রহমান।

ওয়ালিউর রহমান বর্তমানে শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পরে। প্রায় ২ ঘণ্টা ধরে ডাকাত দলটি তাসদ্দুক হুসেনের বাড়িতে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ। ডাকাত দলের সবাই মুখে কাপড় বেঁধে ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ডাকাত দলটি প্রায় ১০ ভরি সোনার গয়না সহ নগদ লুট করেছে বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে করনদীঘি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

FREE ACCESS

Related Articles