“অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেসের বি টিম” বাগডোগরা বিমানবন্দর থেকে কটাক্ষ বিরোধী দলনেতার
"Adhir Chowdhury Trinamool Congress's B Team" taunts opposition leader from Bagdogra Airport

The Truth Of Bengal : বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি : কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার দার্জিলিং এ ল্যান্ড করতে পারেনি সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি না। এসএসসি মামলায় রায়দান রয়েছে কোর্টের উপর আস্থা রাখুন।”
এরপরেই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে তিনি বলেন, “বাংলায় কোন ইন্ডিয়া জোট নেই। আর সাধারণ মানুষ ইন্ডিয়া জোট শেষ করে দিয়েছে। মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের লোক হচ্ছে না সাজানো রালি হচ্ছে? আমি মালদায় ছিলাম উনিও মালদায় ছিলেন। গাজলে দু হাজার আমার সভায় রতুয়াতে ১০ হাজার লোক হয়েছিল। লোকজন দেখতে পাচ্ছে। আর অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেসের বি টিম। পার্লামেন্ট গিয়ে মোদিজিকে গালাগালি করে। বহরমপুরের মানুষ ভাল করে জবাব দিবে। বহরমপুরের জন্য পার্লামেন্টে পাঁচবছরে একবারও কোন কিছু বলেনি। শুধুমাত্র গালাগালি করে।” এরপর তিনি সড়ক পথ দিয়ে সোজা চলে যান কুমারগঞ্জের উদ্দেশ্যে।