কলকাতারাজ্যের খবর

তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে সংযোজন, কারা হলেন নতুন মুখ?

Additions to the Trinamool National Working Committee, who are the new faces?

Truth Of Bengal: তৃনমূলের জাতীয় কর্মসমিতিতে এলেন নতুন পাঁচ জন। তারা হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডঃ মানস ভুঁইয়া, মালা রায়, কল্যান বন্দ্যোপাধ্যায়, জাভেদ আহমেদ খান।

সংসদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি
সুদীপ বন্দোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যান বন্দোপাধ্যায়, নাদিমুল হক।

বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি
শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, অরূপ বিশ্বাস, দেবাশীষ কুমার, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্যের দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি

সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, সুজিত বোস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য।

তৃণমূলের মুখপাত্রদের কো-অর্ডিনেটর অরূপ বিশ্বাস।

দিল্লির প্রেক্ষিতে মুখপাত্রদের কোঅর্ডিনেটর অভিষেক বন্দোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব।

অর্থনীতির বিষয় হলে বলবেন ডঃ অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য।

শিল্পের বিষয় হলে বলবেন ডঃ শশী পাঁজা, পার্থ ভৌমিক।

উত্তরবঙ্গের বিষয়ে বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বরাইক।

চা বাগান নিয়ে বলবেন মলয় ঘটক।

ঝাড়গ্রাম বিষয়ে বলবেন বীরবাহা হাঁসদা।

রাজ্য বিধানসভা সংক্রান্ত বিষয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডঃ শশী পাঁজা, কুণাল ঘোষ, ডঃ মানস রঞ্জন ভূঁইঞা,  সুমন কাঞ্জিলাল, চন্দ্রিমা ভট্টাচার্য।

গুরুত্বপূর্ণ কর্মসূচি
জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ইতিহাস অবহিত করা হবে কর্মিদের ও মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। মহিলাদের প্রতি নির্যাতন নিয়ে অপরাজিতা বিল পাশ হয়েছে‌ কিন্তু আইন এখনও বলবত হয় নি। তৃণমূল মহিলা কংগ্রেস ৩০ নভেম্বর ব্লকে ব্লকে মিছিল করবে বেলা ২-৪ টে।

১ লা ডিসেম্বর ধর্না, মিটিং করবে ব্লকে ব্লকে। এই বিষয়ে রাষ্ট্রপতির কাছে ১০ ডিসেম্বরের পর সময় চাওয়া হবে। ১৫ জনের প্রতিনিধিদল যাবে, যার মধ্যে ৫ জন মহিলা বিধায়ক ও ১০ জন মহিলা সাংসদ।

“মানুষের সাথে, মানুষের পাশে” এই নতুন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারিখ পরে জানানো হবে। সংসদে সার, আবাস যোজনার টাকা বন্ধ, জিএসটির টাকা বন্ধ। এসব নিয়ে সাংসদরা প্রশ্ন তুলবেন। উত্তর পূর্ব ভারতে যে অচলাবস্থা চলছে তা নিয়ে সংসদে আলোচনা চাইবেন সাংসদরা।

Related Articles