রাজ্যের খবর

পুলিশের ওপর চড়াও আসামির পরিবারের লোকজন, আহত ২ পুলিশ কর্মী

Accused's family members attack the police, 2 police personnel injured

Truth of Bengal: পুলিশের রিমান্ডে নেওয়া আসামিকে, মারধর করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আসামির পরিজনদের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বিলাসপুর ঘাটপাড়া এলাকায়। জানা গিয়েছে, দিন কয়েক আগে ঐ এলাকার সাহিন সেখ নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে ঐ এলাকারই রানা সেখ নামের এক জনকে পুলিশ গ্রেফতার করে।

তারপরেই আদালতের নির্দেশে ধৃতকে থানায় পুলিশি হেফাজতের জন্য নিয়ে আসা হয়। চুরির সামগ্রী বাড়িতে রয়েছে বললে তাকে নিয়ে বাড়ি আসে। ঠিক সেইসময় পুলিশকে মারধর করে আসামি, জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠছে। যার জেরে জখম হয় কয়েকজন পুলিশকর্মী। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। ভাংচুর করা হয় ধৃতের বাড়ি। ঘটনার পর ধৃতের চার আত্মীয়কে আটক করে পুলিশ। ধৃতের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ডোমকল থানার পুলিশ চারজনকে গ্রেফতার করে। তবে এখনো মূল অভিযুক্ত পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় দু-জন পুলিশ কর্মী আহত হয়।  হেঁসোর আঘাতে এক পুলিশকর্মীর হাত ক্ষতবিক্ষত হয়। আরেক পুলিশকর্মীর ইটের আঘাতে মাথা ফেটে যায়। ডোমকল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে দুই পুলিশ কর্মী আপাতত সুস্থ অবস্থায় রয়েছেন। এই ঘটনায় চারজন অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। মহামান্য আদালত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Related Articles