রাজ্যের খবর

ফের রায়দিঘিতে গলা কেটে খুন, অভিযুক্ত কাকা

Accused uncle slits throat again in Raidighi, murders him

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, দক্ষিণ 24 পরগনা: প্রকাশ্যে দিবালোকে যুবকের গলা কেটে দিল নিজেরই কাকা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানার বোলের বাজার এলাকায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই বোলের বাজারের কাছে ছুরি নিয়ে লুকিয়ে ছিল শেখ শাহাদাত। এর পর যখন সেখ বাহাদুর ঘটনাস্থলে আসে তখন তার গলার নলী কেটে দেয়।

শরীরের বিভিন্ন জায়গায় কোপায় অভিযুক্ত কাকা। যুবককে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। এলাকার লোকজন দৌড়ে আসে। তারাই আহত ব্যক্তিকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায়। সেখানেই মৃত্যু হয় যুবকের। খবর পাওয়া মাত্র হাজির হয় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক সমস্যার জেরে এই খুন।

উল্লেখ্য, সোমবার রায়দিঘি থানার অন্তর্ভুক্ত একটি এলাকায় এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। সেই আবহের মাঝে ফের এহেন ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

Related Articles