ঘুমন্ত অবস্থায় ভাইকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত দাদা
Accused grandfather arrested for hacking brother to death while he was sleeping

The Truth Of Bengal : নানুর থানার অন্তর্গত থুপসড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামে নৃশংসভাবে ভাইকে মাথায় কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। মৃতের নাম, যাদব ঘোষ (৩৩)।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যাদব ঘোষের সঙ্গে তার দাদা মানব ঘোষের সম্পত্তি ভাগাভাগি নিয়ে ঝগড়া চলছিল। সেই ঝগড়া-চরমে পৌঁছায় শনিবার গভীর রাতে। দুই দাদা ভাইয়ের মধ্যে প্রথমে বচসা চলে, পরবর্তী রাতে সবাই চুপচাপ হয়ে গেলেও অভিযুক্ত দাদা মানব ঘোষ চরম সিদ্ধান্ত নেয় এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। অভিযোগ, দাদা মানব ঘোষ ঘুমন্ত অবস্থায় থাকা ভাই যাদব ঘোষের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপরেই অভিযুক্ত মানব ঘোষ বাবা ও মা যে ঘরে ঘুমাচ্ছিল সেখানে গিয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে গেলে তার মা তার হাত ধরে ফেলে এবং মা গুরুতরভাবে জখম হয়। আহত অবস্থায় ছোটো ছেলে ও মাকে হাসপাতালে নিয়ে গেলে ছোটো ছেলে যাদব ঘোষের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মা। ইতিমধ্যেই নানুর থানার পুলিশ অভিযুক্ত মানব ঘোষকে গ্রেপ্তার করেছে।