রাজ্যের খবর

বিভিন্ন ব্যাংক থেকে একাধিক টাকা ছিনতাই, জলপাইগুড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত

Accused arrested from Jalpaiguri for stealing multiple amounts of money from different banks

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়াঃ ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় বেরোলেই টাকা ছিনতাই। একাধিক বার এই ঘটনার পর আতঙ্কে গ্রাহকরা। ব্যাংকে টাকা তুলতে যেতেই ভয় পাচ্ছিল অনেকে। এবার সেই ঘটনার কিনারা করল নদিয়ার রানাঘাট পুলিশ জেলা। তদন্তে নেমে জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

জানা গিয়েছে ওই ব্যক্তি বিভিন্ন ব্যাংকের সামনে নজরদারি চালাত। কোন বয়স্ক মহিলা বা পুরুষ ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার পথেই তার কাছ থেকে ওই টাকা ছিনতাই করে পালাতো। রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর চাকদহ রানাঘাট থেকে শুরু করে একাধিক থানা এলাকায় এই ঘটনা সামনে উঠে আসে। এরপরে তৎপর হয়ে ওঠে পুলিশ। বিভিন্ন সিসিটিভি ক্যামেরা এবং গোপন সূত্রে তদন্তে নেবে, ওই অভিযুক্ত সন্ধান পায় পুলিশ।

এরপরই রবিবার রাতে শান্তিপুর থানার পুলিশের একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে সঞ্জয় গোয়ালা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। সঞ্জয় গোয়ালার বয়স আনুমানিক ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ই উত্তর দিনাজপুর থেকে এসে নদীয়ার বিভিন্ন জায়গায় নজরদারি চালাতো। মূলত রেল স্টেশন গুলিতেই থাকতো ওই অভিযুক্ত।

সোমবার তাকে রানাঘাট আদালতে তোলা হয়। পুলিশের তরফে আদালতে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। তবে এই প্রসঙ্গে সোমবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তার কথায় কোন অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের রেয়াত করা হবে না, তারা যে প্রান্তে থাকুক না কেন তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।

Related Articles