রাজ্যের খবর

ডুলুং নদিতে স্নান করতে নেমেই ঘটল বিপত্তি, মৃত ১

Accident occurred while bathing in Dulung river, 1 dead

Truth Of Bengal : ডুলুং নদিতে স্নান করতে নেমে নদির জলে তলিয়ে গিয়ে এক কিশোরের মৃত্যু। ডুলুং নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে প্রাণ হারাল এক চোদ্দো বছরের তরতাজা কিশোর। মৃত কিশোরের নাম রাহুল মাইতি। বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বনপুরা নয়াগা এলাকায়।

জানা যায়, মঙ্গলবার দুপুর নাগাদ ছোটো ভাই রাহুল ও দাদা বিশাল বনপুরা এলাকার ডলুং নদিতে স্নান করতে নামে। স্নান করতে নেমে জলের তলায় তলিয়ে যেতে থাকে দুজনেই। দাদা বিশাল কোনোরকম চেষ্টা করে জলের ওপর উঠলেও সে চেষ্টা করেও বাঁচাতে পারেনি তার ভাইকে। ভাই রাহুল তলিয়ে যায় জলের তলায়। অবশেষে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ খোঁজার পরে উদ্ধার করে তাকে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, ওই কিশোর বাইরে পড়াশোনা করত, পুজোর ছুটিতে বাড়িতে এসেছিল। তবে পূজো শেষ হতেই চলে গেল না ফেরার দেশে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। সাঁকরাইল থানার পুলিশ মৃত কিশোরের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

Related Articles