রাজ্যের খবর
Trending

প্রায় ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ মন্দির! দেখতে হলে যেতে পারেন দার্জিলিংয়ের রঙ্গিত নদীর কোলে কিজমগ্রামে

About 300 years old Buddhist temple! If you want to see, you can go to Kizgram in Darjeeling

The Truth Of Bengal: ভ্রমনপিপাসুরা সমুদ্রের তুলনায় বেশি যেতে পছন্দ করেন পাহাড়ে। আর বাঙালিদের কাছে পাহাড় মানেই উত্তরবঙ্গ। হাতে ফোন নিয়ে সর্বক্ষণ গুগুল সার্চ করা, আদেও উত্তরবঙ্গের মধ্যে আর কোন অফবিট ডেস্টিনেশন বেঁচে আছে নাকি যাওয়ার জন্য। এই রকম একেবারে অজানা গন্তব্য কিজম গ্রাম। হয়তো নাম ও শোনেননি কখনও। দার্জিলিং থেকে কয়েক ঘণ্টাই লাগে এই গ্রামে যেতে। চারিদিকে সবুজে ঢাকা এই পাহাড়ের মাঝে প্রজাপতির মত ডানা মেলে উড়তে মন চাইবে আপনার। শীতল হাওয়ায় গা ভাসানো। পাহাড়ি এই গ্রামের রাস্তা ধরে একা একা কানে হেড ফোন নিয়ে গান শুনতে শুনতে হাঁটা। গা টা যেন এখনই শিউরে উঠল। বর্ষা ঢুকে গেছে উত্তর বঙ্গে। বর্ষায় এই গ্রাম আরও মনোরম হয়ে ওঠে। সবুজ পাহাড়ের উপর হীরের মুকুট বসানো।

কিজম থেকে কাঞ্চনজঙ্ঘাকে এমনই দেখাবে। এই পাহাড়ি গ্রামের একপাশ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। ছোট বড় পাথরে ধাক্কা লেগে নিজের গতিপথে সুন্দর ভাবে বয়ে চলেছে এই নদী। এই নদীর ধারে গেলে আপনি নানা অজানা পাখিদের দেখবেন নদীর জল থেকে ছো মেরে মাছ নিয়ে যাচ্ছে। এই কিজম গ্রামের আরও একটি ভালোলাগার বিষয় হল এই গ্রামে রয়েছে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি নানা কারুকার্যপূর্ণ বাড়ি। শহরের এই যান্ত্রিক কোলাহলের মধ্যে দিয়ে থাকতে থাকতে জীবনটা বড়ই একঘেয়ে হয়ে উঠেছে। তাই বিজনবাড়ির কাছেই এই কিজোম গ্রাম থেকে ঘুরে আসুন।

গ্রামের পাহাড়ি পথ ধরে হেঁটে যাওয়ার সময় দু পাশে কখনও দেখবেন চা বাগান আবার কখনও দেখবেন ধান খেত। দূরের শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। অক্টোবর থেকে নভেম্বর মাস এই পাহাড়ি উপত্যকা পুরো সোনালী হয়ে ওঠে ধান পাকলে। এখানে কমলালেবুর গাছও দেখতে পাবেন আপনি। যখন কমলালেবু গাছে ধরে, পুরো কমলা রঙের হয়ে ওঠে উপত্যকা। এই গ্রামে রয়েছে একটি বৌদ্ধ মনেস্ট্রি। প্রায় ৩০০ বছরের পুরোনো এই বৌদ্ধ মন্দির। বহু প্রাচীন বৌদ্ধ পুঁথি রাখা রয়েছে এই মন্দিরে। এই বৌদ্ধ মনেস্ট্রির নাম ‘নেজি মনেস্ট্রি’। কথিত আছে তেন্দুক রাজার প্রাসাদ ছিল এটি। আনুমানিক ১৭৬০ সালে তরি হয় এই গুম্ফা। কিজম গ্রাম যেতে হলে আপনি শিলিগুড়ি থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে যেতে পারেন।

Related Articles