বীরভূমে ফল খেয়ে অসুস্থ প্রায় ২০ শ্রমিক
About 20 workers are sick after eating fruit in Birbhum

The Truth Of Bengal: গাছ থেকে ফল পেড়ে খেয়েয অসুস্থ প্রায় ২০ শ্রমিক। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার রদিপুর গ্রামে। সকলকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।
সোমবার বিকেলে ইটভাটা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে একটি গাছ থেকে পেড়ে কাঠবাদাম ভেবে ফল গুলি খায় রদিপুর গ্রামের কয়েকজন ইটভাটার শ্রমিক। সেই ফল আবার বাড়িতে নিয়ে এসে বাদাম ভেবে বাড়ির বাচ্চাদের খাওয়ানোর জন্য এবং তাদেরও খাওয়ান।
এরপরেই ঘটে বিপদ। ইটভাটার শ্রমিক থেকে শুরু করে বাচ্চাদের গতকাল সন্ধ্যার পর থেকে তাদের বমি ও পায়খানার উপসর্গ শুরু হয়। তড়িঘড়ি সকল আক্রান্তদের চিকিৎসা জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ইটভাটার শ্রমিক ও বাচ্চা যে ফলটি খেয়ে অসুস্থ হয়েছে প্রায় ১৮-২০ জন। পুরো বিষয়টা খতিয়ে দেখছেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা।
FREE ACCESS