রাজ্যের খবর

Big Breaking: উড়ল না অভিষেকের কপ্টার, ভার্চুয়ালি ভাষণ দেবেন তৃণমূলের যুব নেতা

Abhishek's copter did not fly, Trinamool youth leader will address virtually

The Truth of Bengal: খারাপ আবহাওয়ার কারণে সভাস্থলে পৌঁছতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি জনসভায় বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার জোড়া জনসভা ছিল অভিষেকের। হেলিকপ্টারে করে জনসভায় পৌঁছানোর কথা ছিল তাঁর। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার কপ্টার আকাশে উড়তেই পারিনি। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা ছিল বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় সমর্থনে।

রামপুরহাটের বিনোদপুর মাঠে এই জনসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে অভিষেকের না পৌঁছাতে পারায় এখন ভার্চুয়ালি মাধ্যমে তিনি ভোট বার্তা দেবেন। অভিষেকের দ্বিতীয় সভা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডা: শর্মিলা সরকারের সমর্থনে। কালনার বৈদ্যপীঠ রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে এই সভা হওয়ার কথা। দ্বিতীয় সভাতেও পৌঁছাতে পারবেন না অভিষেক। দ্বিতীয় সভাতেও ভার্চুয়ালি ভাষণ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related Articles