পৈলানের সভা থেকে বিরোধীদের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ নস্যাৎ অভিষেকের, ৭৫ হাজার প্রবীণদের বার্ধক্যভাতা প্রদান
Abhishek's allegation of infighting by opposition from Pailan's meeting, old-age allowance to 75 thousand senior citizens

The Truth Of Bengal: তৃণমূলে নবীন –প্রবীণের কোনও দ্বন্দ্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ লড়াইয়ে তৈরি রয়েছে তৃণমূল কংগ্রেস। পৈলানের সভা থেকে বিরোধীদের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে পরিস্কার করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।২৪এ দল যে দায়িত্ব দেবে তা তিনি পালন করবেন বলেও অবস্থান স্পষ্ট করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।একমাত্র তৃণমূলই ন্যায় করছে,পূরণ করছে সবকা সাথ সবকা বিকাশের স্বপ্ন,বাম-বিজেপির প্রচার একহাত নেন তিনি।
বিরোধীরা বলছে, তৃণমূল কংগ্রেসে নবীন-প্রবীণের বিবাদ বাড়ছে।কেউ কেউ প্রচার করছিল,অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কথা ছেড়ে শুধু ডায়মণ্ডহারবারেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান।পৈলানে প্রবীণদের বার্ধক্যভাতা প্রদানের অনুষ্ঠান থেকে এই প্রচারকে কার্যতঃ নসাত্ করে দিলেন অভিযেক বন্দ্যোপাধ্যায়।ভিড়েঠাসা সভাস্থলে তাঁর সাফ কথা, তৃণমূলে নতুন-পুরনোদের কোনও দ্বন্দ্বের জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ।গণ-সংগ্রামের অতীতের কথা তুলে ধরে বিরোধীদের জবাবও দেন অভিষেক।তিনি বলেন,২০২৩ সালে নবজোয়ার করতে বলেছিল, করেছি। ‘দিদির সুরক্ষাকবচ’ করতে বলা হয়েছিল, তাও করেছি। ৩৬ বছর বয়স ছিল বলে হাঁটতে পেরেছি। বয়স ৭০ হলে কি পারতাম? ২০২৪-এ দলের নির্দেশমতো যেকোনও লড়াইয়ের ময়দানে তিনি সামনের সারিতে থাকবেন বলে স্পষ্ট করে দেন অভিষেক।
এখানকার ৭৫ হাজার প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার জন্য নথিভুক্ত হয়েছেন। তাঁদের হাতে ১০০০ টাকার চেক তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ” তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখি, এটা কথা রাখার অনুষ্ঠান। এখানকার প্রবীণ মানুষজকোথাও কোনও দ্বন্দ্ব নেই। পৈলানের সভায় তিনি আরও বলে ন, ‘ডায়মন্ড হারবার তাঁর কাছে প্রাধান্য পাবে। তিনি উল্লেখ করেন, নভেম্বরের সভা থেকে কথা দেওয়া হয়েছিল, এই লোকসভা কেন্দ্র থেকে বার্ধক্য ভাতা দেওয়া হবে। সেই কথা রাখা হয়েছে, সব মিলিয়ে ৭৬, ১২০ জনকে ভাতা দেওয়া হয়েছে। আগে ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন করা হয়েছে। সেখানে প্রায় ৮৫ হাজার আবেদন জমা পড়েছিল। এরপর কারা সঠিক এই ভাতা পাওয়ার যোগ্য, সেটা ভেরিফিকেশন হয়েছে। তারপরেই এই চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়েছে।ডায়মন্ডহারবার মডলের কথা তুলে ধরে অভিষেকের বার্তা.এটাই তৃণমূলের ন্যায়বিচার,এটাই সবকা সাথ সবকা বিকাশের আসল কাজ।
বাম-বিজেপির প্রচারসর্বস্ব রাজনীতিকে বর্জন করে চব্বিশে কথা দিয়ে কথা রাখার এই রাজনীতিকে বেছে নেওয়ার আরও একবার আহ্বানও জানান তৃণমূল কংগ্রেসের সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Free Access