অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্যাড ব্যবহার করে তোলাবাজি! কাঠগড়ায় ১
Abhishek Banerjee's pad using Tolabaji! 1 in Kathgara

Truth Of Bengal : অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্যাড ব্যবহার করে তোলাবাজির অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নিউটাউন থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে নিউটন থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ তদন্ত করে জানতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করেছিল ওই অভিযুক্ত। এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। অভিযুক্তের সঙ্গে আরআরও কেউ জড়িত কিনা খোঁজ করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নামে নকল প্যাড তৈরি করে এই প্রতারণা চালাচ্ছিল অভিযুক্ত। বেশ কিছুদিন ধরে এমন অভিযোগ জমা পরে পুলিশের কাছে। তারপরেই আটঘাট বেধে ব্যবস্থা শুরু করে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ওই নেতার নাম কৌশিক সরকার। অভিযোগ, তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটারহেড ছাপিয়েছিলেন। তারপর সেটি দেখিয়ে বিভিন্ন জায়গায় সুপারিশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা তুলতেন।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসকদলের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্ত দলের কোনও পদে ছিলেন না। তবে দলের বিভিন্ন কর্মসূচিতে তাঁকে মাঝেমধ্যে দেখা যেত।
এই প্রসঙ্গে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, “ওর (কৌশিক) বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল। তবে ও দলের কোনও পদে ছিল না। তবে কয়েকটি মিটিং-মিছিলে দেখেছি। আজকাল তো যে কেউ ছবি দেখিয়ে দাবি করতে পারে আমি অমুক দল করতাম।”