রাজনীতিরাজ্যের খবর

কাগুজে বাঘ গুলোকে নেংটি ইঁদুর বানানোর হুঙ্কার, কোচবিহার থেকে এই হুঙ্কার কে দিলেন জানেন?

Abhishek Banerjee road show no Cooch Behar

The Truth of Bengal: আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বাচন। শেষ পর্যায়ের নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে সব পক্ষ। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিরোধী দল বিজেপি। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজয়ী হন বিজেপির নিশীথ প্রামাণিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ উত্তরবঙ্গের প্রচারে এসেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নববর্ষের আগের দিন চৈত্র সংক্রান্তিতে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচনী কর্মসূচিতে হাজার হাজার মানুষের সমাগম হয়। রো শো শেষে কর্মী সমর্থক ও এলাকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গত পাঁচ বছরে এই এলাকায় কোন উন্নয়নমূলক কাজ করেনি এখানকার সাংসদ। উল্টে মানুষকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলার একাধিক প্রকল্পের টাকা দেয়নি। ১০০ দিনের কাজের টাকা মিটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যারা মোদী গ্যারান্টি বলে চিৎকার করছেন সেই গ্যারান্টিকে কী আপনারা বিশ্বাস করেন? আবাস যোজনার টাকা বাংলাকে দেওয়া হয়নি।

বিধ্বংসী ঘূর্ণিঝড়ে মানুষ সর্বস্ব হারিয়েছেন । সেইসব মানুষের পাশে দাঁড়াতে বাধা দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছুড়ে বলেন, কাগুজে বাঘ গুলোকে নেংটি ইঁদুর বানাতে হবে। সেই দায়িত্ব নিতে হবে এখানকার ভোটারদের। কত পাঁচ বছরে যারা মানুষের কোন কাজ করেনি তাদেরকে উৎখাত করতে হবে। অভিষেক বলেন দিদি যে গ্যারান্টি দেন তা রাখেন। মোদি গ্যারান্টি জুমলা। বিজেপি কথা দিয়ে কথা রাখে না। বিজেপি দেশের শত্রু। এদিনের সভা থেকে বিজেপিকে ব্যাক টু প্যাভিলিয়নের ডাক দেন অভিষেক।

Related Articles