জুলুমরাজের শিকড় উপড়ে ফেলার ডাক, ১০কোটি মানুষের কলুষিত করেছে বিজেপি
Abhishek Banerjee on Vote Campaigning

The Truth of Bengal: বিজেপি-কয়লা মাফিয়া যোগের অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের সভায় অভিষেকের তোপ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে কয়লা মাফিয়া জয়দেব খাঁ এয়ারপোর্টে স্বাগত জানাতে যান তা সারাদেশের মানুষের দেখেছে। যেখানে উত্তরপ্রদেশে দলিত নির্যাতন –নারী নির্যাতন হয়, সেখানকার মুখ্যমন্ত্রী এসে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে জ্ঞান দিচ্ছেন। দুর্গাপুরের মতোই হাওড়ার উলুবেড়িয়ার সভাতেও বাংলা নিয়ে বিজেপির অসত্য প্রচার ও মিথ্যাচারের কড়া জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যাঁরা বাংলার বদনাম করছে,তাঁদের সমূলে শিকড় উপড়ে ফেলুন।দিল্লিতে বাংলারবন্ধু সরকার গড়ার ডাক দিয়ে প্রচার স্বরগরম করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।১০০দিনের কাজের টাকা আটকে দেওয়া থেকে সন্দেশখালির মহিলাদের দিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করানো সব ইস্যুতেই কার্যতঃ বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি।কিভাবে নির্যাতনের কথা বিজেপি প্রচার করে তা প্রচারে তুলেধরেন অভিষেক।তাঁর দাবি, সন্দেশখালির ৩-৩টি ভিডিয়ো প্রকাশ্যে আসায় স্পষ্ট হয়েছে,দেশের ১৪০কোটি মানুষের কাছে ১০কোটি মানুষকে কলুষিত করতে চায় বিজেপি।তাই যাঁরা শুধু রাজনৈতিক স্বার্থে বাংলার মানুষকে খাটো করতে চাইছে তাঁদের মুখের মতো জবাব দেওয়ার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।একইসঙ্গে বিজেপির ভ্রষ্টাচারের মুখোশ খুলে দেওয়ার ডাকও দেন।অভিষেকের তোপ, কয়লা কেলেঙ্কারির কথা বলে বিজেপি শুধু দেশবাসীর মধ্যে জলঘোলা করতে চাইছে,অথচ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতে যাচ্ছেন কয়লা মাফিয়া জয়দেব খাঁ।যিনি আবার বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে একসঙ্গে চা খান বলেও কটাক্ষ করেন অভিষেক।
বাংলার সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আইনশৃ্ঙ্খলার তুলনা করতে গিয়ে তিনি বলেন,সবথেকে বেশি দলিত নির্যাতন ও নারী নির্যাতন হয় যোগী আদিত্যনাথের রাজ্যে।অথচ সেই যোগী আদিত্যনাথ বাংলার আইনশৃঙ্খলার কথা বলার সাহস দেখান।পশ্চিমবঙ্গ নিয়ে বলার আগে বিজেপি নেতাদের দ্বিতীয়বার ভাবা দরকার বলেও মনে করিয়ে দেন তিনি।বিজেপির আমলে জিনিসের মূল্যবৃদ্ধি থেকে গ্যাসের অগ্নিমূল্য সবই তুলে ধরেন তিনি।
দুর্গাপুরে কীর্তি আজাদ ও হাওড়ার উলুবেড়িয়ায় সাজদা আহমেদের সমর্থনে সভা করেন অভিষেক।জোড়া সভাতেই তিনি বিজেপিকে নিশানা করেন।বলেন, মোদির গ্যারান্টির নামে যা প্রচার করা হচ্ছে তা আদৌও সত্যি নয়।সরকার বদল হলে দিল্লিতে ১লক্ষ ৬৪টাকা নিয়ে এসে বাংলার মানুষের উন্নয়ন করা হবে বলে কথা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।