রাজ্যের খবর

কাকদ্বীপের মৃত মৎস্য জীবীদের সাহায্য, সাহায্য প্রদান অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee helps the dead fishermen of Kakdwip

Truth of Bengal: সমুদ্রে মাছ ধরতে গিয়ে টর্নেডোর কবলে পড়ায় ৮জন মৃত্যু হয়েছে। সেইসব মৃত মৎস্যজীবীদের দিকে  সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশমতো স্থানীয় সাংসদ বাপি হালদার সহায়তা করেন। সাহায্য পেয়ে খুশি কাকদ্বীপের মৎস্যজীবীদের পরিবার।

গত শুক্রবার রাতের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাবা গোবিন্দ ট্রলার। ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। ৯ জন মৎস্যজীবীর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। রবিবার সেই  ট্রলারটি উদ্ধার করার পর  মৎস্যজীবীর মধ্যে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ১জনের  খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ প্রশাসন ও মৎস্যজীবী সংগঠনের লোকজন।

সোমবার স্পিডবোট হোভার ক্যাপ্ট সহ ট্রলার নামানো হয় বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায়। মৃত মৎস্যজীবীদের পরিবারের কাছে সমবেদনা জানাতে যান মথরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো সাহায্য দেওয়া হল মৎস্যজীবীদের।

মথরাপুর লোকসভার সাংসদ বাপি হালদারকে কাছে পেয়ে পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিজনরা। মৃতদেহ সৎকার ও অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়াও আপাতত শোকার্ত পরিবারগুলি যাতে কিছুদিন সংসার চালাতে পারে, তার জন্য সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপি হালদারের মাধ্যমে অর্থ সাহায্য করেন। সাংসদ বাপি হালদার জানান, মৃত ও নিখোঁজ মৎস্যজীবীদের শোকার্ত পরিবারের পাশে তাঁরা সবসময় রয়েছেন।

Related Articles