রাজ্যের খবর
Trending

‘মমতা তুমি কত টাকায় বিক্রি হও?’, অশ্রাব্য ভাষা অভিজিতের, প্রতিবাদে আজ পথে তৃণমূল

Abhijit's inaudible language, Trinamool is on the road today in protest

The Truth Of Bengal : ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মহল থেকে তাঁর এই বক্তব্যের প্রতিবাদ শুরু হয়েছে। সন্দেশখালি ইস্যুতে ক্রমাগত ব্যাকফুটে বিজেপি। ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ‘ষড়যন্ত্র’ ফাঁস হয়েছে। আর তারপরেই দেখা যাচ্ছে একাধিক বিজেপি নেতা  সন্দেশখালি প্রসঙ্গ আসতেই মাথা গরম করছেন। কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী, কখনও শাসকদলের উদ্দেশে কু-কথা বলে চলেছেন। সেই তালিকায় সংযোজন হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যিনি প্রাক্তন বিচারপতি। মুখ্যমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করলেন তিনি।

স্টিং অপারেশনের প্রথম পর্বের ভিডিয়োতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছিল, ‘২০০০ টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করেছেন রেখা পাত্র।‘ সেই প্রসঙ্গে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‌রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়!‌ মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে কেউ ১০ লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতেই থাকে না সেই রেশন। তোমার রেট ১০ লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করো বলে? রেখা পাত্র গরিব মানুষ। লোকের বাড়িতে কাজ করে। আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন। সেজন্য তাকে ২০০০ টাকায় কেনা যায়? একজন মহিলা হয়ে অন্য এক মহিলা সম্পর্কে কী করে ওই উক্তি করতে পারেন।’‌

রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আবার মহিলা, তাঁর সম্পর্কে এমন কথা বলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে। প্রতিবাদ করেছে রাজ্যের শাসকদল। আজ পথে শুক্রবার পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় তমলুকে রোড শো করবেন। মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য নিয়ে পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে কড়া জবাব দিতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনীতির ময়দানে নেমে ‌অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিষ্টাচারের সব সীমা অতিক্রম করে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে। মহিলা মুখ্যমন্ত্রীকে দাম কত বলে অপমান করা মানে রাজ্যের মহিলাদেরও অপমান। এর আগে রাজনীতির ময়দানে এমন কদর্য ভাষার ব্যবহার দেখা যেত না।

Related Articles