
The Truth of Bengal: মালদার কালিয়াচক থানার শাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাগুনটোলা এলাকায় গতকাল রাতে জলসা শুনে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। গুলিবিদ্ধ যুবকের নাম জাবেদ শেখ। বয়স ২৭। বাড়ি সংশ্লিষ্ট এলাকাতেই।
জানা গেছে, গতকাল রাতে বাড়ি থেকে কিছু দূরে জলসা শুনে বাড়ি ফিরছিল ওই যুবক। বাড়ি ফেরার পথে কয়েকশো মিটার দূরে ভুট্টা জমিতে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছুড়ে বলে অভিযোগ। কোমরে গুলি লাগে ওই যুবকের। রাতেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, স্থানীয় কোনও গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরেই এই গুলি চালানো হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।