রাজ্যের খবর

শ্রদ্ধার এক অনন্য নিদর্শন, মৃৎশিল্পীর হাতের ছোঁয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি

A unique sign of respect, the image of the former Prime Minister is sculpted by the hand of a potter

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোকাহত গোটা দেশবাসী, চলছে রাষ্ট্রীয় শোক। এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে শ্রদ্ধাজ্ঞাপন করতে এক অভিনব উদ্যোগ নিয়ে হুবহু তাঁর মূর্তি তৈরি করলেন নদীয়ার এক মৃৎশিল্পীকে।

নদীয়ার শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন। শান্তিপুর মতিগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় বাড়ি হলেও তার প্রতিমা তৈরীর কারখানা রয়েছে শান্তিপুর শ্যামবাজার এলাকাতে। ৩৩ বছর বয়সে ছোট প্রতিমা থেকে শুরু করে বড় প্রতিমার মূর্তি নিখুঁত এবং নিপুন কাজের সাথে ফুটিয়ে তোলে সে। তার হাতের দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিমা শুধু জেলা নয় চলে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর খবর গোটা দেশে ছড়িয়ে পড়তেই গভীর শোকাহত হয়ে পড়ে এই মৃৎশিল্পী, এরপর মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে তার প্রতিমা তৈরীর কারখানাতে বসে তৈরি করে ফেলেন মনমোহন সিংয়ের হুবহু প্রতিকি মূর্তি। মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কথায়, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী গোটা দেশের কাছে এক অমূল্য সম্পদ ছিলেন, বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু ঘটলেও তা কিছুতেই মেনে নিতে পারছে না গোটা দেশের মানুষ।

প্রত্যেকেই শোকাহত। তাই বরাবরের জন্য তাকে স্মরণ রাখতেই এই অভিনব উদ্যোগ তার। সৌরাজের এই প্রতিভা যেন মন কেড়েছে গোটা নদীয়া বাসীর কাছে। সৌরজ এও জানিয়েছেন, তার হাতে তৈরি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকি মূর্তি কেউ যদি নিতে চান তিনি স্ব-ইচ্ছাই তাকে প্রদানও করবেন। ইতিমধ্যে সৌরাজের সাথে অনেকেই যোগাযোগ করছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকি মূর্তি নেওয়ার জন্য।

Related Articles