যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ট্রাকের, আহত প্রায় ১০ এর অধিক
A truck collided head-on with a passenger bus

The Truth of Bengal: যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ট্রাকের। ঘটনায় আহত কমপক্ষে ১০ থেকে ১২ জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের কামারপুকুর কলেজ মোড় এলাকায়। জানা গেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে একটি যাত্রীবাহী বাস হুগলির আরামবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে গোঘাটের কামারপুকুর কলেজ মোড় এলাকায় হঠাৎই উল্টো দিক থেকে ছুটে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনার জেরে বাসে থাকা ১০ থেকে ১২ জন বাস যাত্রী আহত হয়। গুরুতর আহত এক শিশুসহ প্রায় ৫ থেকে ৬ জন। স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসার জন্য নিয়ে যায়। একজনের অবস্থা আশঙ্কা জনক থাকায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে স্থানীয় মানুষ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ওই এলাকায় কোন ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সিভিক ভলেন্টিয়ার বা ট্রাফিক কর্মী ছিল না।
প্রশ্ন উঠছে একটা জনবহুল এলাকা সামনেই একটি মহাবিদ্যালয়। ও বাজার কামারপুকুর রামকৃষ্ণ মিশন থাকা সত্ত্বেও প্রশাসন কোন ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করেনি যার জন্যই প্রায় দিন দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি খুব শীঘ্রই এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন তা না হলে আগামীদিনে আরো বড়সড়ো দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা করছে।