রাজ্যের খবর

মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী নদিয়ার এক ব্যক্তি

A person from Nadia committed suicide by hanging himself due to depression

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : একার উপরে সংসারের বোঝা। কোন রকম তাঁত বুনে বাড়ির চার সদস্যর মুখে অন্ন তুলে দেন ৫৬ বছর বয়সি ব্যক্তি। এবার তাঁতের বাজার মন্দা হওয়াতে দৈনন্দিন রোজগার কমে যাওয়ায় মানসিক অবসাদে পরিতক্ত গোয়াল ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল নদিয়ার ফুলিয়ার মাঠপাড়ার বাসিন্দা বাদল বসাক।

জানা যায়, ছেলে রূপম বসাক। সবেমাত্র আই টি আইয়ে ভর্তি হয়েছে। সামনে পরীক্ষার জন্য প্রায়ই লাগবে কুড়ি হাজার টাকা। এই চিন্তাই গ্রাস করে বাদল বসাক কে। অন্যদিকে সংসার চালাতে গিয়ে খেতে হচ্ছে হিমশিম। বেশ কিছুদিন ধরেই এই ধরনের সমস্যা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শুক্রবার সকাল ৫:৩০ নাগাদ পরিবারের সদস্যরা জানতে পারেন পাশের একটি বাড়ির পরিতক্ত গোয়াল ঘরের ভেতরে তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

প্রতিবেশীদের দাবি, এখন ক্রিয়াকর্ম কিভাবে সারবেন সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। বাড়িতে রোজগেরে বলতে আর কেউ নেই বললেই চলে। শুক্রবার দুপুরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। তবে বাদল বাবুর অকাল মৃত্যুতে এখন দিশেহারা গোটা পরিবার।

Related Articles