টিম ইন্ডিয়াকে কুর্নিশ জানাতে অভিনব উদ্যোগ নদিয়ার শিল্পীর
A novel initiative by Nadia's artist to show respect to Team India

The Truth of Bengal: টি–টয়েন্টি বিশ্বকাপে ভারতীয় খেলোয়াড়দের জয়ে আপ্লুত দেশবাসী। এবার টিম ইন্ডিয়াকে কুর্নিশ জানাতে অভিনব উদ্যোগ নিলেন নদিয়ার শিল্পী তুহিন মণ্ডল।পেট দিয়ে লিখলেন শুভেচ্ছা বার্তা। দেশপ্রেমের আবেগে ভাসতে থাকা ক্রিকেট মহলের কাছে শিল্পীর কাজ বেশ প্রশংসাও পাচ্ছে।এর আগে পেট দিয়ে ছবি এঁকে লন্ডনে পুরস্কার জিতে নেন তিনি।
বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিরাট জয় দেশজুড়ে বাঁধভাঙা আবেগ দেখা যাচ্ছে।রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। আর নদিয়ার শিল্পী তুহিন মণ্ডল পেট দিয়ে শুভেচ্ছা বার্তা লিখে সাড়া ফেলে দিয়েছেন। ছোট থেকে ছবি আঁকাই তাঁর নেশা।সৃষ্টির ভুবনে আলাদা জায়গা করে নেওয়ার জন্য চেষ্টার অন্ত রাখেন না তিনি। যামিনী রায়, যোগেন চৌধুরী, নন্দলাল বসুর মতো শিল্পীরাই তাঁর কাছে রোল মডেল।নদিয়ার বড় আন্দুলিয়ার শিল্পী তুহিন মণ্ডলের কাজ লন্ডনে পুরস্কার আদায় করে এনেছে। এরমধ্যে তাঁর হতযশ দেশ ছাড়িয়ে বিদেশে সুনাম আদায় করে নিয়েছে। পেট দিয়ে রবীন্দ্রনাথ বা মনিষীদের ছবি এঁকে বুঝিয়ে দেন,অন্যরকম ভাবনায় ভুবন জয় করতে চান তিনি।এবার পেট দিয়ে টিম ইন্ডিয়ার সদস্যদের শুভেচ্ছা বার্তা লিখে সাড়া ফেলেছেন এই শিল্পী। ২২ থেকে ২৩বছর ধরে তাঁর নিরন্তর ও নিখুঁত চেষ্টা চলে।অবশেষে অভিনব কিছু সৃষ্টি করে তাক লাগিয়েছেন তিনি।
ভিন্ন ধারায় কিছু করার কথা ভাবেন তাই অনেক সময়ই পেট দিয়ে অনেক কিছু সৃষ্টি করে তাক লাগিয়ে দেন। শিল্পীর অনন্য ভাবনা ক্রিকেট মহলের নজর কাড়ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের গর্বে বুক ভরে উঠেছে।আগামীদিনে ক্রিকেট-ফুটবল থেকে খেলার সমস্ত ক্ষেত্রে এদেশের কৃতীরা জয়ের পতাকা ওড়াক,চান এই দেশদরদী শিল্পী। দেশভক্ত এই শিল্পী মাইক্রো আর্টেও হাত পাকিয়েছেন।বিবিধের মাঝে মিলন মহান ঐতিহ্য ধরে রাখতে আগামীদিনে আরও নতুন কিছু করার ইচ্ছা রয়েছে শিল্পী তুহিন মণ্ডলের।