রাজ্যের খবর

এক টিকিটে বদলে গেল পরিযায়ী শ্রমিকের জীবন

A migrant worker's life changed with one ticket

Truth Of Bengal: বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ের বাসিন্দা সঞ্জয়, একজন পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার চেন্নাই থেকে বাড়ি ফেরার পথে একটি লটারি টিকিট কেটেছিলেন। ৩০ টাকার লটারির টিকিটে প্রথম পুরস্কার এক কোটি টাকা জেতেন তিনি। এরপরেই তার জীবন একেবারে পাল্টে যায়।

সঞ্জয় চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন এবং ৪০ দিন আগে নিজের গ্রামের বাড়ি রওনা হয়েছিলেন। বৃহস্পতিবার বোলপুর শান্তিনিকেতনের রেল স্টেশনে নেমে তিনি ৩০ টাকার লটারির টিকিট কেনেন। বাড়ি ফিরে টিকিটের ফলাফল দেখার পর তার চোখে বিশ্বাসযোগ্যতা ছিল না- এক কোটি টাকার পুরস্কার! অবিশ্বাস্যভাবে তার লটারি টিকিটে প্রথম পুরস্কারই ছিল।

এ ঘটনার পর, সঞ্জয় নিরাপত্তাহীনতা অনুভব করে মল্লারপুর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান, যাতে তার কাছ থেকে কেউ টিকিট ছিনতাই না করতে পারে। তিনি জানান, এই পুরস্কৃত টাকা দিয়ে তিনি একটি বাড়ি তৈরি করবেন এবং জমি কিনে ভবিষ্যতের জন্য নিরাপদ জীবন গড়তে চান। এই আশ্চর্যজনক জয়ের খবরটি গোটা গ্রামে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সঞ্জয় এবং তার পরিবার এখন স্বপ্নের পথে পা রাখতে চলেছে, তবে নিরাপত্তা নিয়ে তার উদ্বেগও রয়েছে।

Related Articles