রাজ্যের খবর

দিনে দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড নামখানা স্টেশনের পার্শ্ববর্তী মাঠে

A massive fire broke out in the afternoon in the grounds around Namkhana station.

Truth Of Bengal: রবীন দাস, নামখানা: দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে আগুন লাগার ঘটনা ঘটেছে। হঠাৎই আনুমানিক দুপুর সাড়ে বারোটা নাগাদ পিএইচই পার্শ্ববর্তী মাঠে এলাকার মানুষজন দেখতে পায় দাউদাউ করে জ্বলছে আগুন। তখনই এলাকার মানুষজন তড়িঘড়ি করে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

তবে আগুনের তীব্রতা না থাকলেও হাওয়ার দাপটে প্রায় আগুন ছড়িয়ে পড়ে আনুমানিক দুবিঘা জলাশয় জুড়ে। হাওয়ার দাপটে আগুনের কারণে ইলেকট্রিকের তারও পুড়ে যায় বলে জানা গিয়েছে।

এরপর এলাকার মানুষজন খবর দেয় কাকদ্বীপ থানায় ও দমকল বাহিনীকে। এলাকার মানুষজন ও দমকল বাহিনীর কাকদ্বীপ পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কী কারনে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি।

Related Articles