রাজ্যের খবর

জুয়ার আসরে পুলিশি হানা, পালাতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির

A man drowned in the water while running away from police attack at the gambling venue

Truth Of Bengal: মালদা:- জুয়ার আসরে হানা পুলিশের। পুলিশের ভয়ে ভেঙে যায় আসর, এরপর পালাতে গিয়ে পুকুরের জলে ডুবে প্রান হারাল এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানায় মৃতের পরিবারের লোকজন। এটি মালদার ইংরেজবাজারের শোভানগর পীরপুর এলাকার ঘটনা। মৃত শেখ সাত্তার, বয়স বছর ৪৫। তিনি ইংরেজবাজারের মোহনপুর এলাকার বাসিন্দা।

পরিবারের দাবি, শেখ সাত্তার জুয়া খেলছিল না কিন্তু খেলা দেখার সময় পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা ধাওয়া করলে পুকুরে পড়ে যান। তিনি সাঁতার না জানাই জলে ডুবে যান। এরপর পুকুরের জলে খোঁজাখুঁজি করতে গিয়ে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

জানাগিয়েছে, ইংরেজবাজারের মিল্কি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় শোভানগরের পীরপুর এলাকায় একটি বাগানে। সেখানে জুয়া খেলা হচ্ছিল। এমনটাই দাবি পুলিশের। আচমকা পুলিশকে দেখতে পেয়ে উপস্থিত সকলে ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। কয়েকজন পুকুরের জলে ঝাঁপ দেয়। অন্যান্যরা জল থেকে উঠে পালাতে পারলেও ডুবে যান সাত্তার।

শেখ সাত্তার পেশায় টাওয়ার শ্রমিক। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। মালদা মেডিকেলে দেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles