ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত স্বামী-স্ত্রী, শোকের ছায়া এলাকায়
A husband and wife who died in a terrible road accident, mourned in the area

The Truth Of Bengal: চিকিৎসা করে বাড়ি ফেরার পথে রঘুনাথগঞ্জের মঙ্গলজোন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু স্বামী স্ত্রীর। কোনরকমে প্রাণে বাঁচলো ছোট্ট শিশু। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর নাগাদ জঙ্গিপুর হাসপাতাল থেকে চিকিৎসা করে বাড়ি ফেরার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী স্ত্রীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ওমরপুর সংলগ্ন মঙ্গলজোন জাতীয় সড়ক এলাকায়। ঘটনায় কোনরকমে প্রানে বেঁচেছেন কোলে থাকা ছোট্ট শিশু।
এদিকে এখনও পর্যন্ত মৃতদের নাম পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
FREE ACCESS