ঝাড়গ্রামে সুবর্ণরেখা নদীর মাঝে হাতির দল, আতঙ্কে এলাকাবাসীরা
A herd of elephants in the middle of the Subarnarekha River in Jhargram, locals in panic

Truth Of Bengal: বুধবার সাতসকালে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা রেঞ্জের দিক থেকে ৪০ থেকে ৫০টি হাতির একটি বিশাল দল প্রবেশ করে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হরিপুরা এলাকায়। বর্তমানে এই বিশাল হাতির দলটি সুবর্ণরেখা নদীর মাঝেই অবস্থান করছে। হঠাৎ করে এত বড় হাতির দল ঢুকে পড়ায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা রীতিমতো ভয়ে দিন কাটাচ্ছেন। অনেকে বলেন, মাঠে ফসল রয়ে গেছে, কিন্তু সাহস করে জমিতে যাচ্ছেন না। গৃহপালিত পশুপাখি নিয়েও দুশ্চিন্তা বেড়েছে। জনবসতি সংলগ্ন এলাকায় হাতির দল অবস্থান করায় ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। হাতির দলটিকে নদী পার করিয়ে নয়াগ্রামের জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা চলছে। বনদপ্তর জানিয়েছে, হাতিরা যেন বসতি অঞ্চলে না ঢোকে, সে বিষয়ে সবরকম সতর্কতা নেওয়া হয়েছে।
এছাড়াও, স্থানীয় প্রশাসন ও বনদপ্তরের তরফ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে কেউ নদীর ধারে বা হাতিদের আশেপাশে না যান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।হাতির দল যতক্ষণ এলাকায় থাকবে, ততক্ষণ বনদপ্তরের নজরদারি চলবে বলেও জানানো হয়েছে।