মসনদের লড়াইরাজনীতিরাজ্যের খবর

Lok Sabha Elections 2024: ভোট উত্সবে অন্যরকম সৌজন্য, সিপিএমের পার্টি অফিসে তৃণমূল

Lok Sabha Elections 2024: A different courtesy to the poll festival, CPM's Trinamool at the party office

The Truth of Bengal: ভোটের ময়দানে রাজনীতির খেলা চলছে। কিন্তু সৌজন্যের পরম্পরা হারাতে দিতে চান না বাঁকুড়ার তৃণমূল নেতৃত্ব। তাই ছক ভাঙা প্রচার করতে দেখা গেল তালডাংরার ব্লক সভাপতি তারাশঙ্কর রায়কে। তিনি সোজা সিপিএমের পার্টি অফিসে ঢুকে সিপিএম নেতা হারাধন ঘোষের সঙ্গে হাত মেলান।বঙ্গের এই ভোটের ট্রাডিশন সবমহলের নজর কাড়ছে।

বাংলায়  ভোট মানেই উত্সব। স্লোগান,পায়ে পায়ে হাঁটা,আর ভোটারদের দুয়ারে প্রার্থীদের পৌঁছে যাওয়া,এসবের আলাদা তাত্পর্য রয়েছে।প্রতিপক্ষ শিবিরকে হারানোর জন্য চেষ্টার অন্ত রাখেন না নির্বাচনের প্রচারকাও।এসবের মাঝে এক অন্যরকম আবহ তৈরি করল বাঁকুড়ার তালডাংরা। তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচারে বেরোন তারাশঙ্কর রায়। তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি।পথে জনতার কাছে ভোট প্রার্থনা করার পর সোজা ঢুকে যান সিপিএমের পার্টি অফিসে। বিবড়দা বাজার সংলগ্ন সিপিআইএম পার্টি অফিসে ঢুকেই হাত মেলান সিপিএম নেতাদের সঙ্গে। এরিয়া কমিটির সম্পাদক হারাধন ঘোষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তৃণমূল নেতা।নির্বাচনী রাজনীতিতে যুক্ত হয় অন্যমাত্রা।

এই বিষয়ে প্রশ্ন করা হলে সিপিএম-এর তালডাংরা এরিয়া কমিটির সম্পাদক হারাধন ঘোষ বলেন, ‘ওদের প্রচার কর্মসূচিতে সেভাবে কোনও লোকজন জোটেনি। আমরা দলীয় কার্যালয়ে ছিলাম। ওঁরা হঠাৎই ঢুকে পড়ে। ওদের প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলে। বাংলার ভোট আবহে  রাজনৈতিক সৌজন্য একাধিকবার দেখা গেছে।নীতিগত পার্থক্য থাকলেও যে কোনও দলই প্রতিপক্ষের নেতা-কর্মীদের কাছে ভোট দেওয়ার আবেদন করতেই পারে।সেই রীতিকে মান্যতা দিয়ে বাঁকুড়ার ঘাসফুল শিবির যেভাবে লাল ব্রিগেডের দরবারে পৌঁছে রাজনীতির অন্যরকম বার্তা পৌঁছে দিল তাতে খুশি বাঁকুড়ার ভোটাররাও।

Related Articles