রাজ্যের খবর

বাইক ও চারচাকার সংঘর্ষে অগ্নিকাণ্ড বেলিয়াতোড় রাজ্য সড়কে 

Bike and four wheeler head on collision

The Truth of Bengal: দুর্গাপুর থেকে বাঁকুড়া এস এইচ ৯ রাজ্য সড়কের মাঝে বেলিয়াতোড় কালবেরিয়া পেট্রোল পাম্পের কাছে বাইক ও চার চাকার মুখোমুখি সংঘর্ষের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা, গেছে বাইক টি দুর্গাপুর দিক থেকে বেলিয়াতোড় মুখী ছিল এবং বুলারোটি বেলিয়াতোড় থেকে দুর্গাপুর মুখী ছিল, বাইক ও বুলারো দুটি দ্রুত গতিবেগে থাকার কারণেই মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ও বাইকটি ওই চার চাকা গাড়িটির তলে ঢুকে যায় বলে জানা গেছে স্থানীয় সূত্রে।

এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আসে বেলিয়াতোড় থানার পুলিশ এবং বেলিয়াতো ট্রাফিক পুলিশ। এর পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে আসে বড়জোড়া থেকে একটি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন। জানা গিয়েছে, বাইক চালক সজল সাহা ১৯ বছরের যুবক আহত হয়ে তাকে ইতিমধ্যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনাই বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় তবে বেলিয়াতোড় থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয় এছাড়াও দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনেন বরজোড়া ফায়ার ব্রিগেড টিম। তবে এই ঘটনাই ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বেলিয়াতোড় জুড়ে।

Related Articles