রাজ্যের পুলিশ প্রশাসনে একগুচ্ছ বদল, শনিবার প্রকাশিত হয়েছে বদলির তালিকা
A bunch of changes in the police administration of the state, the transfer list was released on Saturday

The Truth Of Bengal : রাজ্যের পুলিশ প্রশাসনে একগুচ্ছ বদল। শনিবার বদলির দীর্ঘ তালিকা প্রকাশিত হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র ও পুলিশ দপ্তরের তরফে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য, বারাসতের ডিআইজি সুমিত কুমারের বদলি। তাঁর নতুন পদ ডিআইডি, নিরাপত্তা ।সুমিত কুমারের বদলে বারাসত রেঞ্জের নতুন ডিআইজি হলেন দুঁদে আইপিএস অফিসার ভাস্কর মুখোপাধ্য়ায়। তিনি ছিলেন মালদহ রেঞ্জের ডিআইজি।
পুলিশ প্রশাসন সূত্রে দাবি, এই রদবদল রুটিন। শনিবার পুলিশ প্রশাসনের বড়সড় রদবদল করা হল। বারাসত রেঞ্জের নতুন ডিআইজির দায়িত্বে আসা দুঁদে আইপিএস ভাস্কর মুখোপাধ্য়ায়ের কাছে সন্দেশখালির পরিস্থিতি বাগে আনা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। এছাড়া বদলি হওয়া উল্লেখযোগ্য আইপিএস-দের মধ্যে রয়েছেন এডিজি, ট্রাফিক সুপ্রতিম সরকার। তিনি দক্ষিণবঙ্গের এডিজি ও আইজি হলেন।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জয়েন্ট সিপি থেকে ভি সলোমন নিশাকুমার সরলেন কলকাতার অতিরিক্ত যুগ্ম কমিশনার পদে। মিরাজ খালিদ যুগ্ম কমিশনার পদ থেকে গেলেন জয়েন্ট সিপি (হেডকোয়ার্টার)। বারাকপুর রেঞ্জের দায়িত্বে এসেছেন আইপিএস কে কান্নন।
FREE ACCESS