রাজ্যের খবর

বোলোরো পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর

A biker dies after being hit by a pickup van

The Truth of Bengal: নদিয়ার নবদ্বীপ ব্লকের মুকুন্দপুর এলাকায় বোলেরো পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে ৫ই জানুয়ারি ২৪ শুক্রবার গভীর রাতে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে মুকুন্দপুর মাঠপাড়া এলাকায়। পুলিশ জানায়,মৃত বাইক আরোহীর নাম নাজির হোসেন শেখ। বয়স আনুমানিক ৪৮। তার বাড়ি নবদ্বীপের পার্শ্ববর্তী কোতোয়ালি থানার আনন্দবাস গ্রামে। ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়, নবদ্বীপের পার্শ্ববর্তী কোতোয়ালি থানার আনন্দবাস গ্রামের বাসিন্দা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নাজির হোসেন শেখ শুক্রবার গভীর রাতে বাইক চালিয়ে গৌরাঙ্গ সেতু রোড ধরে যাচ্ছিলেন। সেই সময় আনুমানিক রাত প্রায় সাড়ে ১১ টা থেকে ১২ টা নাগাদ মুকুন্দপুর মাঠ পাড়ার একটি কালভার্ট এর কাছে। পিছন থেকে আসা একটি দ্রুতগামী বোলোরো পিকআপ ভ্যান তার বাইকের পিছনে ধাক্কা মারলে, ঘটনাস্থলেই বাইক সহ তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার টহলরত পুলিশ ভ্যান। এরপর আশঙ্কাজনক অবস্থায় নাজির হোসেন শেখকে উদ্ধার করে নিয়ে আসেন নবদ্বীপ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক বোলেরো গাড়িটিকে আটক করতে পারলেও চালক পলাতক বলে জানায় পুলিশ। আজ শনিবার নাজির হোসেন শেখের দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।

Related Articles