রাজ্যের খবর

জালে ধরা পরল বিশাল আকৃতির মাছ

মাধব দেবনাথ,নদিয়া: নদীয়ায় জলঙ্গি নদীতে জালে ধরা পড়ল ১৪ কেজির বোয়াল মাছ। মাছ দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। নদীয়ার চাপড়া থানার হাতিশালা গ্রামের নদীতে এই মাছ ধরা পড়ে । জানা যায় শুক্রবার সন্ধ্যায় মৎস্যজীবী আসাদুল মহলদার জলঙ্গি নদীতে জাল পেতেছিল মাছ ধরার জন্য। জালে একটি বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়েছে, যার আনুমানিক ওজন ১৪ কেজি। তবে মাছ দেখামাত্রই চক্ষু চড়ক গাছ হয়ে যায় মৎস্যজীবী আসাদুল মহলদারে।

খবর ছড়াতেই বিশাল আকৃতি মাছটিকে দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় হয়,তবে অনেকেই মাছটি কেনার জন্য আগ্রহী প্রকাশ করে এবং একে একে দাম উঠতে থাকে। মৎস্যজীবী আসাদুল মহলদারে দাবি, এই মাছটি বাজারে মূল্য হতে পারে প্রায় ৭  হাজার টাকা। এর আগেও জলঙ্গি নদী থেকে বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে, কিন্তু ১৪ কেজি ওজনের বোয়াল মাছ আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন জলঙ্গি নদীতে মাছ ধরা মৎস্যজীবীরা।

আসাদুল মহলদার বলেন’,তিনি পেশায় একজন দিনমজুর গ্রামে অনেকেই জলঙ্গি নদীতে মাছ ধরে, সেই  মতো আমি এই প্রথম মাছ ধরতে গিয়ে ছিলাম, কিন্তু বিশাল আকৃতির বোয়াল মাছ যে জালে ধরা পড়বে তার স্বপ্নেও ভাবতে পারিনি।

Related Articles