বিস্কুটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে যৌন হেনস্তা, গ্রেফতার প্রৌঢ়
A 3-year-old child was sexually assaulted after being lured by biscuits, an adult was arrested

Truth Of Bengal: Saif Khan: এবার বিস্কুটের লোভ দেখিয়ে তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকায়। অভিযোগ, বিস্কুট এর লোভ দেখিয়ে ওই শিশুটিকে তিনি বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন। তারপরে যৌন হেনস্থা করা হয় শিশুটিকে। শিশুর পরিবারের দাবি তার যৌনাঙ্গে মিলেছে রক্তের দাগ। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ।
নিগৃহীত শিশুর মা জানিয়েছেন, তাদের বাড়ির পাশেই থাকেন ওই প্রৌঢ়। শনিবার দুপুরে বিস্কুট দেওয়ার নাম করে তার কন্যাকে ডেকে নিয়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে আরও এক শিশুকে ও ডেকে নিয়ে গিয়েছিলেন ওই প্রৌঢ়। বাড়ির ফাঁকা থাকার সুযোগে ওই শিশু কন্যার যৌনাঙ্গে হাত দেন ওই ব্যক্তি। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করলে তার মা বিষয়টি জানতে পারেন।
সন্ধ্যার সময় ঘটনাটি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত প্রৌঢ়কে আটকে রেখে কাটোয়া থানার খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। একই সময়, নিগৃহীত শিশুটিকে চিকিৎসার জন্য কাটোয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে রাতের দিকে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কাটোয়া হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত জানান, শিশুকন্যার যৌনাঙ্গে রক্তের দাগ পাওয়া গেছে যা অত্যন্ত উদ্বেগজনক। তবে তিনি আরো জানান যে শিশুটি র অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসাওরা থাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।
পুলিশ অভিযুক্তির বিরুদ্ধে পক্স আইনে মামলা রুজু করেছে এবং ধর্ষণের চেষ্টা অভিযোগের জন্য মামলার ধারা যুক্ত করা হয়েছে। রবিবারের অভিযোগ থেকে আদালতে হাজির করা হবে এবং পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ জন্য নিজেদের হেফাজতে নেওয়া আবেদন করা হতে পারে। এই পদক্ষেপগুলি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং নিগৃহীত শিশুর সুরক্ষার জন্য অপরিহার্য।
সমাজে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের মৌলিক দায়িত্ব।