রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর তৎপরতায় অবশেষে মুক্তি পাচ্ছেন বাংলাদেশে বন্দি থাকা ৯৫ জন মৎস্যজীবী

95 fishermen trapped in Bangladesh are finally being released thanks to the Chief Minister's action

Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর তৎপরতায় অবশেষে কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবীকে মুক্তি দিতে চলেছে বাংলাদেশ। ইতিমধ্যে রিলিজ অর্ডার জারি হয়েছে বলে সূত্রের খবর। তিনদিনের মধ্যে  সুন্দরবনের মত্স্যজীবীরা দেশে ফিরবেন।এই  খবর শুনে খুশি মৎস্যজীবীদের পরিবার।স্বজনদের দেশে ফেরার অপেক্ষায় তাঁরা।  এদিকে কৃটনৈতিক সৌজন্যের পরম্পরা বজায় রেখে আটকে পড়া ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

গত অক্টোবরে সমুদ্রে মাছ ধরতে গিয়ে  বাংলাদেশের জলসীমার কাছে চলে যায় কাকদ্বীপের ৬টি মাছ ধরার ট্রলার।সেই ট্রলারে ছিলেন ৯৬ জন মৎস্যজীবী। বাংলাদেশ নৌবাহিনীর হাতে ধরা পড়ার পর এক মৎস্যজীবী জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। বাকি ৯৫ জন  বাংলাদেশের নৌবাহিনীর হাতে গ্রেফতার হন। মামলা হয় ভারতীয় মত্স্যজীবীদের বিরুদ্ধে। অক্টোবর থেকে  বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন কাকদ্বীপের মৎস্যজীবীরা। পরিবার  জলে পড়ে যায়।নভেম্বর মাসেই এদেশের মত্স্যজীবিদের  ফেরানোর উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নভেম্বরে বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে বলেন, বিষয়টি এখন দুদেশের। তাই মৎস্যজীবীদের ফেরাতে উদ্যোগী হতে হবে কেন্দ্রকে।সেই মর্মে প্রশাসনিক প্রধান কেন্দ্রকে আবেদনও জানিয়েছিলেন। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন করে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মণ্টুরাম পাখিরাকে এ বিষয়ে খোঁজখবর করা হয়। মুখ্যমন্ত্রী নিজে মন্টুরাম পাখিরার  মাধ্যমে পরিবারগুলিকে আশ্বস্ত করেন। তাঁর সেই উদ্যোগ এবার সার্থক হতে চলেছে। ৯৫ জন মৎস্যজীবীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাঁদের ফিরিয়ে দিতে রাজি বাংলাদেশের ইউনুস সরকার। এতে স্বস্তিতে কাকদ্বীপের মত্স্যজীবীদের পরিবার।কূটনৈতিক সৌজন্যের পরম্পরা বজায় রেখে এদেশ আটকে থাকা ৯০ জন বাংলাদেশের মতস্যজীবীকে ফেরাতে তত্পর ভারত।

Related Articles