রাজ্যের খবর
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি অনুষ্ঠানে হুড়োহুড়ি, আহত ৭
7 injured in stampede at blanket distribution event on Trinamool's foundation day

Truth Of Bengal: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি। এদিন ব্যাপক ধাক্কাধাক্কি ও হাতাহাতির মতো ঘটনা ঘটেছে মালদার তুলসিহাটায়। ভেঙে পড়ে ইঁটের দেওয়াল। এই ঘটনায় ৫ মহিলা সহ সাত জন আহত হয়েছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বুধবার তুলসিহাটা হাইস্কুল মাঠে তৃণমূল ১(বি) ব্লক সভাপতি মর্জিনা খাতুনের নেতৃত্বে তৃণমূল দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন চলছিল। সেখানেই দেড় হাজার কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। থরে থরে ইঁট সাজানো ছিল দেওয়ালের মতো করে। সেই দেওয়াল পড়ে যায় সকলের গায়ে হুড়োহুড়ি ধাক্কাধাক্কির সময়।