রাজ্যের খবর

রমেশ মুদালিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের জালে ৬

6 in the police net in the murder of Ramesh Mudalia

Truth Of Bengal: চুঁচুড়া থানার অধীন কানাগড় এলাকায় গত শুক্রবার সকালে রমেশ মুদালিয়ারের দেহ পাওয়া যায়। একাধিক ছুরিকাঘাতে আহত রমেশের মরদেহ পাওয়া যায় স্থানীয় একটি খালি জমিতে।

এই চাঞ্চল্যকর ঘটনার পর তার সৎ মা, নাগরানী মুদালিয়ার থানায় অভিযোগ দায়ের করেন। রমেশ মুদালিয়ারের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে চুঁচুড়া থানার পুলিশ। সন্দেহভাজন হিসেবে প্রথমেই রমেশের স্ত্রী এবং শাশুড়িকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।

পুলিশের সন্দেহ আরও জোরালো হতে থাকে এবং তারা তদন্তের গতি বাড়ায়। জোরালো তদন্তের মাধ্যমে পুলিশ অবশেষে প্রকৃত খুনিদের চিহ্নিত করতে সক্ষম হয়। তারা জানায়, এই হত্যাকাণ্ডে জড়িত ছিল মোট চারজন। যাদের মধ্যে রয়েছে, বিকাশ মোহালি, পরীক্ষিত সোম ওরফে বাপি,অভিষেক রাজভর ওরফে আশিস, প্রসেনজিৎ বিশ্বাস ওরফে বাবু।

পুলিশ জানায়, অভিযুক্তরা জিজ্ঞাসাবাদের সময় তাদের অপরাধের কথা স্বীকার করেছে। রবিবার অভিযুক্তদের চুঁচুড়া জেলা সদর আদালতে পেশ করা হয়। তবে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলছে এবং অন্যান্য জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতা, আর্থিক বিরোধ, বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

একই সঙ্গে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, সেটাও তদন্তের আওতায় রয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রমেশ মুদালিয়ারের পরিচিতরা ঘটনার দ্রুত সমাধান চেয়ে পুলিশের উপর আস্থা প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে।

Related Articles