আসামে পাচারের আগে শিলিগুড়ি থেকে উদ্ধার ৫৪টি মহিষ, গ্রেফতার ৮
54 buffaloes were recovered from Siliguri before being smuggled to Assam, 8 were arrested

The Truth Of Bengal : শিলিগুড়ি : বিশ্বজিৎ সরকার : ফের একবার বড়সড় সাফল্য পেলে পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নকশালবাড়ি সার্কেলের সিআই সৈকত ভদ্রের নেতৃত্বে পি এস আই তীর্থ পতিম রায় ও পিএসআই হেমন্ত রায় সহ পুলিশ কর্মীরা শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত গোয়ালটুলি মোড় এলাকায় অভিযান চালায়। এরপর সেখানে পরপর তিনটি লরি আটক করে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ।
এই ঘটনায় মোট আট জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতদের নাম রফিকুল ইসলাম (৩২) আজিমউদ্দিন (১৮) সেইদুল রহমান (২০) সুবোধ সাহ (৩৬) অমর কুমার সিং (২৫) গুড্ডু আনসারি(৪০) আনসার আলম(৪৫) নাসুরুল্লাহ আনসারি (৩৮)। রফিকুল আসামের বিলাসিপারা, আজিম উদ্দিন উত্তর দিনাজপুর জেলার পান্জিপারা, সেইদুল পান্জিপারা, অমর কুমার দার্জিলিং জেলার বিধান নগর, গুড্ডু বিহারের গোপালগঞ্জ, আনসার ডালখোলা ও নাসরুল্লাহ বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনটি লরি থেকে ১৮ টি করে মোট ৫৪টি মহিষ উদ্ধার হয়েছে। এই ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মহিষ উত্তর দিনাজপুর জেলা থেকে আসামে প্রচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এই ঘটনায় আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। মহিষগুলো খোয়ারে পাঠানো হয়েছে এবং লরিগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত দের শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।