সামান্য চা–হরলিক্স খেয়ে বেঁচে, ৫০ বছর ভারী খাবার খাননি, সুস্থভাবে বেঁচে ৭৯-র অনিমাদেবী
79-year-old Animadevi lives healthy

The Truth of Bengal: লোকের বাড়িতে কাজ করে ফেরার সময় নিজের জন্য বরাদ্দ খাবার বাড়ি নিয়ে আসতেন। তবে নিজে সেই খাবার খেতেন না। সন্তানদের দিয়ে দিতেন। না খেয়েই জীবন কাটাতেন। না থাকায় খাবার খাওয়ার সুযোগ পেতেন না। সেটাই পরে অভ্যাস হয়ে যায়। প্রায় ৫০ বছর আগে সেই যে খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলেন সেই অভ্যাস বজায় রেখে চলেছেন। আজ ৭৯ বছর বয়সেও তিনি কোনও খাবার খান না। বদলে সামান্য চা ও হরলিক্স খান। এটা কোনও গল্পকথা নয়।
খাবার না খেয়ে শুধু চা-হরলিক্স খেয়ে বেঁচে আছেন হুগলির গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের বেলডিহা গ্রামের বাসিন্দা অনিমা চক্রবর্তী। প্রায় ৫০ বছর খাবার না খেয়ে সুস্থ স্বাভাবিক ভাবেই জীবন কাটাচ্ছেন তিনি। চা বা হ্রলিক্স খেলেও অনেক সময় বমি হয়ে যায়। ছেলে অশোক চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনার কোনও ব্যাখ্যা নেই তাদের কাছে। এমনকি চিকিৎসকরা যে ব্যাখ্যা দেন সেটাও তাদের কাছে কাছে আশ্চর্য মনে হয়। আমরা যে খাবার খাই যাতে তা মধ্যে পুষ্টি থাকে।
বেঁচে থাকার জন্য শরীরে পুষ্টি, ক্যালোরি এবং শক্তির দরকার হয়। সেটা শক্ত খাবার হতে পারে আবার লিকুইড হতে পারে। কিন্তু সুস্থ ভাবে বাঁচতে হলে পর্যাপ্ত খাবার দরকার বলে জানাচ্ছেন চিকিৎসক। গ্রামের অনেকেই জানিয়েছেন, তাঁরা জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছেন অনিমা দেবী কোনও শক্ত জাতীয় খাবার না খেয়ে বেঁচে আছেন। এই আশ্চর্যজনক বিষয়টি কী করে সম্ভব তা ভেবে পান পান কেউ। একটা-দুটো দিন নয়, প্রায় ৫০ বছর না খেয়ে সুস্থ ও স্বাভাবিক ভাবেই বেঁচে আসছেন অনিমা দেবী। যা সত্যিই আশ্চর্যের।