রাজ্যের খবর
উত্তর দিনাজপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৫
5 seriously injured in a terrible road accident in North Dinajpur

The Truth Of Bengal: সুব্রত বিশ্বাস, ইসলামপুর, উত্তর দিনাজপুর: নিয়ন্ত্রণ হারিয়ে একে একে পাঁচটি বাইকে ধাক্কা লরির, ঘটনায় জখম ৫ জন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া বাজার ৩১ নম্বর জাতীয় সড়কের উপর।
স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে শিলিগুড়ির দিক থেকে আসা একটি লরি রায়গঞ্জের দিকে যাচ্ছিল। সে সময় বাইক নিয়ে গুঞ্জেরিয়া বাজারে ৩১ নম্বর জাতীয় সড়ক পারাপার করছিল স্থানীয় কিছু মানুষ। হঠাৎ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একে একে পাঁচটি বাইকে সজোরে ধাক্কা মারে। ফলে দুমড়ে মুচড়ে যায় বাইক গুলি। এই ঘটনায় ৫ জন জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।