রাজ্যের খবর

সল্টলেকে ভয়াবহ পথ দূর্ঘটনায় আহত এক মহিলা সহ আরো ৫

5 others including one woman injured in fatal road accident in Salt Lake

The Truth Of Bengal: সল্টলেক এক নম্বর গেটের কাছে দুর্ঘটনার কবলে অটো। এই দুর্ঘটনায় আহত এক মহিলা সহ আরো ৫ জন। আশঙ্কাজনক এক যাত্রীকে আরজি কর হাসপাতালে স্থানান্তর করা হয়। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, উল্টোডাঙ্গা করুণাময়ী রুটের অটো যাত্রী নিয়ে উল্টোডাঙার রাস্তা দিয়ে যাচ্ছিল। অটো টি যাওয়ার সময় পিএনবি মোড়ের কাছে সল্টলেক এক নম্বর গেটের দিকে যায়। এরপর বেপরোয়া গতির কারণে গাড়ির সামনের চাকার যন্ত্রাংশ ভেঙে ঘটে-বিপত্তি ঘটে। ঘটনায় গাড়িতে থাকা এক মহিলা যাত্রীসহ পাঁচজন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিধান নগর হাসপাতালে। ঘটনায় মেদনীপুরের বাসিন্দা আনিস রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে এই ঘটনায় অটোটিকে আটক করেছে উত্তর বিধান নগর থানার পুলিশ। চালকও বিধান নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

FREE ACCESS

Related Articles