বড়দিনে বড় উপহার মুখ্যমন্ত্রীর, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি রাজ্য সরকারি কর্মচারীদের
4 percent DA increase for state government employees

The Truth Of Bengal: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়দিনের বড় উপহার। অ্যালেন পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে সেই উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘভাতা মিলবে। বড়দিন উপলক্ষে অ্যালেন পার্কের অনুষ্ঠানে মহার্ঘভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন তিনি। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে ডিএ পেতেন। এবার সরকারি কর্মীদের জন্য বাড়তি ৪ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার থেকে সরকারি পাবেন ১০ শতাংশ ডিএ। নতুন বছরের প্রথমদিন থেকে এই ঘোষণা কার্যকরী হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক। এদিন ডিএ ঘোষণার সময় ফের এই কথাটি জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের নয়া ডিএ ঘোষণার কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক অনেকটাই কমে গেল।
কেন্দ্রের কাছে বিভিন্ন খাতে রাজ্যের প্রচুর টাকা বকেয়া আছে। সেই টাকা কেন্দ্র মিটিয়ে দিলে সরকারি কর্মীদের ডিএ বাড়ানো সহজ হয়। এর আগে এমন কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখনও রাজ্যের বকেয়া টাকা মেটায়নি কেন্দ্র। রাজ্যের আর্থিক ভাঁড়ারের হাল খুব একটা স্বাস্থ্যকর কর। তারই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ বাড়তি ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে ডিএ বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসা রাজ্যের সরকারি কর্মীরা খুশি মুখ্যমন্ত্রীর ঘোষণায়।
Free Access