রাজ্যের খবর

হাওড়ার ঘুসুড়িতে ছাদ ভেঙে বিপত্তি, মৃত ৪ শ্রমিক

4 laborers dead after roof collapse in Ghusuri, Howrah

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : ভোর বেলায় ছাদ ভেঙে বিপত্তি ঘুমন্ত অবস্থায় চারজন শ্রমিক মারা গেলেন ঘটনাটি ঘটেছে হাওড়ায় ঘুসুড়ি তে ছাদ ভেঙে বিপত্তি। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল চার শ্রমিকের। ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলে উপস্থিত দমকল।

বৃহস্পতিবার হাওড়ার ঘুসুড়়িতে গুদামের ছাদ ভেঙে বিপত্তি। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল চার জন শ্রমিকের। স্থানীয় সূত্রে খবর রাতে শ্রমিকরা ওই গুদামে ঘুমোচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দমকল বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশ। ওই ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী পৌঁছান ঘটনাস্থল দেখেন। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করেন চার শ্রমিককে। পুলিশ সূত্রে খবর মৃত চার শ্রমিকের নাম মুকেশ রাম, ভোলা যাদব, পিন্টু রাম এবং রাজু মাহাতো।

বৃহস্পতিবার ভোরে ঘুসুড়়ির জেএন মুখার্জি রোডের একটি ছাঁট কাপড়ের গুদাম থেকে জোরে কোনও কিছু পড়ার শব্দ পান স্থানীয়েরা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন গুদামের ছাদের একাংশ ভেঙে পড়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন।

প্রথমে এক জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় আরও তিন জনকে। তাঁদের দেহে অবশ্য প্রাণের স্পন্দন মেলেনি। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles